Breaking

Sunday 9 February 2020

চীনের পর জাপানে বাড়ছে করোনার আতংক আক্রান্ত ৯০

চীনের বাইরে করোনা ভাই'রাসে এরই মধ্যে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ভাই'রাসে ওইসব দেশে প্রায় সাড়ে তিনশ মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। সবশেষ তথ্যানুযায়ী, করোনা ভাই'রাসে চীনের বাইরে সবচেয়ে বেশি ৯০ জন আক্রান্ত হয়েছেন জা'পানে। এর মধ্যে ৬৪ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে কোয়ারাইন্টানে রয়েছেন। এর ফলে সূর্যোদয়ের দেশটিতে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে।
শেষ খবর পর্যন্ত করোনা ভাই'রাসে চীনে ৮১১ জনের মৃ'ত্যু হয়েছে। আর দেশটিতে এ ভাই'রাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। চীনের বাইরে ফিলিপাইন ও হংকংয়ে আরো দুই জনের মৃ'ত্যু হয়েছে। এদিকে প্রতিদিনই ভাই'রাসে মৃ'ত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনের বাইরে বিভিন্ন দেশ থেকেও ভাই'রাসে আক্রান্ত হওয়ার সংখ্যা যোগ হচ্ছে। তবে জা'পান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংয়ে এ সংখ্যা বৃদ্ধির হার বেশি। এরপর ৪০ জন আক্রান্ত নিয়ে তালিকায় রয়েছে সিঙ্গাপুর।
থাইল্যান্ডে করোনা ভাই'রাসে আক্রান্তের সংখ্যা ৩২ জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এছাড়া দেশটিতে ভাই'রাসে আক্রান্ত হয়ে একজনের মৃ'ত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভাই'রাসটিতে আক্রান্ত হয়েছেন ২৫ জন, তাইওয়ানে ১৭ জন মালয়েশিয়ায় ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানি- ভিয়েতনামে ১৩ জন করে ২৬ জন। এসব দেশের বাইরে বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ভা'রত, ইটালি, ম্যাকাও, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সংযু'ক্ত আরব আমিরাত, যু'ক্তরাজ্য, যু'ক্তরাষ্ট্রে করোনা ভাই'রাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

No comments:

Post a Comment