Breaking

Sunday 9 February 2020

সবচেয়ে ভালো লেগেছে ভারতকে হারিয়ে চেম্পিয়ান হয়েছি : পাপন

পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। বারবার বদলাচ্ছিল ম্যাচের রং। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল স্নায়ুর কঠিন পরীক্ষাই নিল বাংলাদেশ ও ভা'রতের যুবাদের। যে পরীক্ষায় জিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরল বাংলাদেশ।
রবিবার যুব বিশ্বকাপের ফাইনালে ভা'রতকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৩ উইকে'টে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব সেরার মুকুট পড়ল বাংলাদেশ।
ঢাকায় থাকা বিসিবি সভাপতি মুঠোফোনে দেন নিজের উচ্ছ্বসিত প্রশংসা, ‘ধাপে ধাপে পরিকল্পনা করে এগুনোর একটা ফল এই অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন। এটা যেকোনো ধাপেই হোক, এর গৌরবই আলাদা।’
‘সবচেয়ে বড় কথা ভা'রতের মতো দলকে হারিয়ে আম'রা জিতেছি। ওদের সঙ্গে আমা'র বিভিন্ন পর্যায়ে খালি হারছিলাম। কাজেই সবচেয়ে ভালো লেগেছে আম'রা এবার ভা'রতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’
তবে এই সাফল্য যে এমনি এমনি চলে আসেনি, সেকথা জানিয়েছেন তিনি। গত দুই বছরে যুবাদের বিশ্বকাপের জন্য তৈরি করতে দেশে বিদেশে ৩০টি ম্যাচ আয়োজন করে বিসিবি। যার ফলই এই বিশ্বকাপ ট্রফি, ‘রাতারাতি কিছু আসেনি। গত ১৮ মাস থেকে সুপরিকল্পনা, অনেকগুলো ম্যাচ আয়োজন করার ফল পেয়েছি আম'রা। বাংলাদেশের এই দলকে কিন্তু সবাই গোনায় ধরেছে। সেমিফাইনাল খেলবে সবারই ধারণা ছিল। বিদেশের মাঠে আম'রা ভাল খেলিনি। এই ছে'লেরা এটাও ভুল প্রমাণ করেছে।’

No comments:

Post a Comment