Breaking

Friday 31 January 2020

কেন্দ্রে কেন্দ্রে ইভিএমে ভোট দেয়ার নিয়ম সাঁটানো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের সুবিধার্থে কেন্দ্রের ভেতরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেয়ার নিয়মাবলী সম্বলিত ফেস্টুন সাঁটানো হয়েছে। 
শনিবার সকালে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। কিভাবে সহজে ভোট দেয়া যায় সেটি মূলত এ ফেস্টুনে বর্ণনা করা হয়েছে। 
ফেস্টুনে বলা হয়, ভোটারের আংগুলের ছাপের মাধ্যমে ভোটার সনাক্ত করা হয় এবং ভোটার তালিকা থেকে প্রাপ্ত ভোটার নম্বর অথবা পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হলে ভোট প্রদান সহজ হবে। 
শনিবার বিকেল ৪টা পর্যন্ত দুই সিটির প্রায় আড়াই হাজার কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোট হবে। ঢাকার ৫৪ লাখ ভোটার স্থানীয় সরকারের এই নির্বাচনের মধ্য দিয়ে সাড়ে সাতশ প্রার্থীর মধ্যে থেকে দুই সিটির জন্য তাদের নতুন জনপ্রতিনিধি বেঁছে নেবেন।

No comments:

Post a Comment